For Advertisement
750px X 80px Call : +8801911140321একেকটা পোস্টের জন্য লক্ষ টাকা পান প্রিয়া

ঢাকা, ০৯ মার্চ, কারেন্ট নিউজ বিডি : ভুরু নাচিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। এমনভাবেই ভাইরাল হলেন হলেন তিনি যে কিছু কোম্পানি নাকি তাঁকে সোশাল মিডিয়ায় একটা পোস্টের জন্য টাকা দিচ্ছে।
বর্তমানে প্রিয়ার ইনস্টাগ্রামে নাকি ৫.১ ফলোয়ার্স। বেশ কিছু ব্র্যান্ড এবং কোম্পানি চান প্রিয়া ইনস্টাগ্রামে তাদের প্রোমোট করুক। ইনস্টাগ্রামের মাধ্যমে প্রিয়া যদি তাদের ব্র্যান্ডকে প্রোমোট করে তাহলে তারা কয়েক লক্ষ টাকা দিতেও রাজি। আট লক্ষ টাকা অফার করা হয়েছে তাঁকে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
বলিউডের বেশ কিছু অভিনেত্রী ইনস্টাগ্রামে নানরকম ব্র্যান্ডের প্রমোশন করে কোটি টাকা উপার্জন করছেন মাত্র একটি পোস্টেই। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন প্রিয়া।
মাত্র উনিশ বছর বয়সে এত জনপ্রিয়তা অর্জন করা কি আর এত সহজ ব্যাপার? কিন্তু প্রিয়ার জন্য এতটাই সহজ। তিনি নিজেও জানতেন না সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেও, গানে কয়েক সেকেন্ডের সিকোয়েন্সে ভুরু নাচিয়ে রীতিমতো ভাইরাল হয়ে, ন্যাশানাল ক্রাশ হিসেবে চিহ্নিত হবেন। ওড়ু আদার লাভ সিনেমার দুটি কয়েক সেকেন্ডের দৃশ্যে ভাইরাল হয়ে বেশ কিছু ফেমাস সেলেব্রিটিদের জনপ্রিয়তাকে ছাঁপিয়ে কিনিও এখন বিশাল সেলেব্রিটি।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: