For Advertisement
750px X 80px Call : +8801911140321মঠবাড়িয়ায় তিন ফার্মেসিকে জরিমানা

ঢাকা, ০৯ মার্চ, কারেন্ট নিউজ বিডি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
পৌর এলাকার থানা রোডে কলিকাতা হারবাল ফার্মেসি এবং ফার্মেসি রোডের জান্নাত ফার্মেসি ও জামাল ফার্মেসিতে পৃথক অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ সিরাপ, ট্যাবলেট জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।
পরে ১৯৪০’র ২৭ ধারায় কলিকাতা হারবাল ফার্মেসির মালিক জালাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, জান্নাত ফার্মেসিকে ও জামাল ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: