For Advertisement
750px X 80px Call : +8801911140321কীর্তনখোলা নদীতে দুই মুসল্লির লাশ উদ্ধার

ঢাকা, ০৯ মার্চ, কারেন্ট নিউজ বিডি : বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলার ডুবির ঘটনায় দুই মুসল্লির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে চরমোনাই ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে বাদশা ঢালী মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার পাঁচনখোলা এলাকার মৃত খায়রুদ্দিন ঢালীর ছেলে। অপরজনের নাম পরিচয় জানা যায়নি।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ সদর থানার উপপরিদর্শক সোহাগ ফকির জানান, বুধবার বরিশাল থেকে ট্রলারযোগে চরমোনাই মাহফিলে যাচ্ছিলেন মুসল্লিরা। কীর্তনখোলা নদীতে লঞ্চের সাথে ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। এতে সবাই সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও কয়েকজন নিখোঁজ ছিলেন। এই ঘটনায় সর্বশেষ এই দুইজনের লাশ উদ্ধার করা হয়।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: