For Advertisement

750px X 80px

Call : +8801911140321

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাচঁ বাংলাদেশির লাশ দেশে আসছে আজ

কারেন্ট নিউজ বিডি   ১২ এপ্রিল ২০১৯, ৪:৩০:৪৪

সকল প্রক্রিয়া শেষ করে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় পাচঁ বাংলাদেশির লাশ আজ ১২ এপ্রিল শুক্রবার রাতে আসছে। মালয়েশিয়া এয়ার লাইন্সের (এম এইচ) ১৯৬ ফ্লাইটে করে তাদের পাঠানো হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১২ টায় হযরত শাহ জালাল বিমান বন্দরে পৌছঁবে। এ ৫ জনের লাশ কিয়াস এইচডি এন বিএইচডি কোম্পানির পক্ষ থেকে ৪ জন কর্মকতাও যাচ্ছেন বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

পাঁচজনের মধ্যে ২ জন চাঁদপুর, ২ জন কুমিল্লা ও ১ জন নোয়াখালীর । তারা হলেন, চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার দেবপুর ৪নং ওয়ার্ডের মো. আনোয়ারের ছেলে সোহেল (২৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরভাগল ৩নং ওয়ার্ডের মো. আমির হোসেনের ছেলে আলামিন (২৫), কুমিল্লা জেলার লাকসাম থানার দুরলবপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মহিন (৩৭), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার হাসানপুর কলেজ পাড়ার ঢাকাগাঁও গ্রামের মো. ইউনুস মুন্সির ছেলে মো. রাজিব মুন্সি (২৭) ও নোয়ালী জেলার চাটখিল থানার নোয়াখোলা ২নং ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে গোলাম মোস্তফা।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

এ দিকে সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ আদায়ে সচেষ্ট রয়েছে দূতাবাস। জানালেন, শ্রম কাউন্সিলর মো: জহিরুল ইসলাম।

গত ৭ এপ্রিল রোববার রাত ১১টায় দেশটির কে এল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস-৮ পেকেলিলিংয়ের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই বাংলাদেশিসহ ৯ জন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসচালকসহ মারা যান আরও দু’জন।

বাসটি শ্রমিকদের নিয়ে নীলাই, নেগরি সেম্বিলান থেকে এয়ারপোর্ট অভিমুখে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে নেপাল, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিকও ছিলেন।

For Advertisement

750px X 80px

Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: