For Advertisement
750px X 80px Call : +8801911140321পহেলা বৈশাখে সময় কাটাতে পারেন হাতিরঝিলে

পহেলা বৈশাখ বাঙালির জাতীয় উৎসব। সবাই স্বতঃস্ফূর্তভাবে পালন করে দিনটি। নববর্ষের শুভেচ্ছা জানান একে অপরকে। পরিবার নিয়ে ঘুরতে বের হন অনেকেই। যারা রাজধানীতে বাস করেন; তাদের জন্য খুব বেশি সুযোগ হয় না দূরে যাওয়ার। তাদের জন্য হাতিরঝিল হতে পারে উত্তম স্থান।
ঘাসের বুকে: হাতিরঝিলের চতুর্দিকে ছড়িয়ে আছে সবুজ ঘাস। লেকের তীর ঘেঁষে ঘাসের বুকে বসে কাটিয়ে দিতে পারেন কিছুটা সময়। রয়েছে গাছের ছায়াও। ফলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
ওয়াটার ট্যাক্সি: হাতিরঝিলের লেকে পাবেন ওয়াটার ট্যাক্সি। বিভিন্ন স্থান থেকে ছেড়ে যাওয়া ওয়াটার ট্যাক্সিতে বসে ঘুরে দেখতে পারেন পুরো বিনোদনকেন্দ্র। নির্ধারিত ঘাট থেকেই উঠতে হবে। নির্ধারিত ঘাটেই নামতে হবে।
বিকেলের সূর্য: কংক্রিটের শহরে শেষ বিকেলের সূর্যটাকে উপভোগ করতে চাইলে অবশ্যই হাতিরঝিল উত্তম। নাগরিক সভ্যতাকে পাশ কাটিয়ে ধীরে ধীরে হেলে পড়ে সূর্যটা। ভবনের ফাঁক গলে তলিয়ে যায় অজানায়।
অপেরা হাউজ: আন্তর্জাতিক মানের অপেরা হাউজ নির্মিত হচ্ছে হাতিরঝিলে। এতে বিনোদনের মাত্রায় যুক্ত হবে আরেক বিস্ময়। এখনো চলছে তার নির্মাণ কাজ। এক পলক দেখে নিতে পারেন কর্মযজ্ঞ।
সুদৃশ্য সেতু: বেশকয়েকটি সুদৃশ্য সেতু রয়েছে হাতিরঝিলে। কিছু পানির উপরে, কিছু মাটির উপরে। সেতুগুলোও যথেষ্ট বিনোদন দিতে পারে আপনাকে। বসে আড্ডাও দেওয়া যায় অনায়াসে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: