For Advertisement

750px X 80px

Call : +8801911140321

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসী গ্রেফতার

কারেন্ট নিউজ বিডি   ২৩ সেপ্টেম্বর ২০১৯, ৫:৫০:৪৩

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাইবুলুর সবজি বাগান, পাম বাগানে ব্যাপক অভিযান পরিচালনা করে অভিবাসন বিভাগ। ইমিগ্রেশন, পুলিশ ও রেলার ১৬০ জনের নেতৃত্বে পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় বিভিন্ন দেশের দেড় শতাধিক অভিবাসীকে আটক করা হয়।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

ঘুমের মধ্যে এই অভিযানে অনেকেই দিকবিদিক ছুটে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে গ্রেফতার করা হয় বাংলাদেশের ২৪, ইন্দোনেশিয়ার ১৯, মায়ানমারের ৪ এবং নেপালের ১ জনকে।

সেলাঙ্গর ইমিগ্রেশন প্রধান মোহাম্মদ শুকরি জানান, সুঙ্গাই বুলুর পুসাট কাওয়ালান কুসতা নেগারা এবং কাওয়াছান সবজি বুকিত বুরুনতিংয়ের বিভিন্ন দেশের অভিবাসীরা অবৈধভাবে অবস্থান করছে এমন খবরে আমরা ভোর রাতে অভিযান পরিচালনা করি।

আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন ও পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করে সেলাংগার ইমিগ্রেশনে রাখা হয়েছে।

For Advertisement

750px X 80px

Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: