For Advertisement

750px X 80px

Call : +8801911140321

রাশিয়ায় সহকর্মীর গুলিতে ৮ সেনা নিহত

কারেন্ট নিউজ বিডি   ২৫ অক্টোবর ২০১৯, ৯:৩০:৩৩

ব্যক্তিগত বিবাদের জেরে রাশিয়ার এক সেনা সদস্য গুলি করে হত্যা করেছেন তার ৮ সহকর্মীকে। ওই সেনাকে আটক করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সাইবেরিয়াতে রাশিয়ার সেনাঘাঁটিতে এই ঘটনা ঘটে।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

শুক্রবার ( ২৫ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষা দফতর এক বিবৃতিতে সৈন্যদের হতাহতের কথা জানিয়েছে। যদিও মৃত সৈন্যদের নাম প্রকাশ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, হামলাকারী মানসিক অসুস্থতায় ভুগছেন। যখন ঘাঁটির প্রহরায় সৈন্য পরিবর্তন করা হচ্ছিল তখন তিনি এই ঘটনা ঘটান।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক দায়িত্ব সংক্রান্ত ব্যক্তিগত বিবাদের জেরে আচমকা ক্ষিপ্ত হয়ে গুলি করে ওই সেনা। এতে ঘটনাস্থলেই আট সেনা নিহত হয়। তবে আহত বাকি দু’জন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যান।

এ ঘটনায় রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টারের নেতৃত্বে একটি বিশেষ দল বিষয়টি অনুসন্ধান করতে সেনাঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়েছে।

For Advertisement

750px X 80px

Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: