For Advertisement
750px X 80px Call : +8801911140321জামিন পেলেন আসিফ আকবর

অবশেষে অফিসে বিদেশি মদ রাখার অভিযোগের মামলা থেকে জামিন পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। বুধবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
মামলায় পলাতক দেখানো এ শিল্পীর বিরুদ্ধে গত ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জামাল হোসেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
প্রসঙ্গত, গত বছরের ৫ জুন দিবাগত রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার অফিস কক্ষে চার বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।
পরে লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখায় আসিফের বিরুদ্ধে চলতি বছরের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: