For Advertisement
750px X 80px
Call : +8801911140321ঢাকায় আসছেন বান কি মুন

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ঢাকায় আসছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে শুক্রবার ঢাকায় আসছেন তিনি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বান কি মুন ঢাকায় আসবেন। শনিবার তিনি আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।
বান কি মু এর আগে চলতি বছর ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। এছাড়া ২০১১ সালে জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন তিনি।
For Advertisement
750px X 80px
Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: