For Advertisement
750px X 80px Call : +8801911140321রাজধানীর হোটেলে মিলল বারিন্দ মেডিকেলের পরিচালকের লাশ

রাজধানী ঢাকার পল্টনের একটি আবাসিক হোটেল থেকে রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এসএমএ রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রশিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রীর বড় ভাই।
পল্টনে হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টের নবম তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
পুলিশ জানিয়েছে, গত শনিবার ঢাকায় আসেন এসএমএ রশিদ। ওই দিন বিকালে তিনি হোটেলে ওঠেন। সোমবার সকালে ঘুম থেকে না ওঠায় হোটেলের ম্যানেজার শিশির চন্দ্র ও রশিদের গাড়িচালক আরিফ হোসেন বেলা ১২টার দিকে দরজা খুলে কক্ষের ভেতরে প্রবেশ করেন।
এসময় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান জানিয়েছেন, এসএমএ রশিদের লাশ বর্তমানে ঢামেকের মর্গে রয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: