For Advertisement
750px X 80px Call : +8801911140321ফাইনালে খুলনা

অনেকটা সময় লড়াই করলেন শোয়েব মালিক ঠেকাতে পারে নাই খুলনার ফাইনালের খেলা। রাজশাহীকে ২৭ রানে হারিয়ে ঠিকই বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে উঠেছে খুলনা।
সোমবার (১৩ জানুয়ারি) মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় শেষ বলে ১৩১ রানে গুটিয়ে যায় রাজশাহী।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
খুলনাকে ফাইনালে নেওয়ার পথে নায়ক আমির। এ দিন বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট।
বিপিএলে এই প্রথম ৬ উইকেট পেল কোনো বোলার। ২০১২ সালে প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মোহাম্মদ সামির ৬ রানে ৫ উইকেট ছিল আগের সেরা।
এর আগে ব্যাটিং পেয়ে ৩ উইকেটে ১৫৮ রান করে খুলনা টাইগার্স। দলকে লড়াইয়ের পূঁজি পাইয়ে দিয়ে শান্ত খেলেছেন ৫৭ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস।
শেষ দিকে খুলনার দলনেতা মুশফিক আহত হয়ে মাঠ ছাড়ার আগে ১৬ বলে ২১ আর নাজিবুল্লাহ জাদরানের ৫ বলে ১২ রানে খুলনা তাদের লড়াইয়ের পুঁজি পায়।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৫৮/৩ (শান্ত ৭৮*, মিরাজ ৮, রুশো ০, শামসুর ৩২, মুশফিক ২১ আহত অবসর, জাদরান ১২*, ইরফান ৪-১-১৩-২, আবু জায়েদ ২-০-২১-০, মালিক ৩-১-২৩-০, রাসেল ৪-০-৩৩-০, রাব্বি ২-০-২০-০, তাইজুল ২-০-২২-০, বোপারা ৩-০-২৪-১)
রাজশাহী রয়্যালস: ২০ ওভারে ১৩১ (লিটন ২, আফিফ ১১, মালিক ৮০, কাপালী ০, বোপারা ১, রাসেল ০, রেজা ৩, তাইজুল ১২, রাব্বি ১১*, আবু জায়েদ ৭, ইরফান ০; আমির ৪-০-১৭-৬, ফ্রাইলিঙ্ক ৪-১-২৯-১, শফিউল ৪-০-৩৬-০, শহিদুল ৪-০-১৫-১, আমিনুল ৩-০-২৬-০, মিরাজ ১-০-৬-২)
ফল: খুলনা টাইগার্স ২৭ রানে জয়ী।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: