For Advertisement
750px X 80px Call : +8801911140321২ যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ২ যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে মধ্য একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
নিহতরা হলেন মোহাম্মদ আলী (২৫) ও মো. রবিন (২০)। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। একলাশপুর গ্রামে পাশাপাশি বাড়ির তাদের।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ বলেন, ভোরে মোহাম্মদ আলী ও রবিন মোটরসাইকেলে যাচ্ছিলেন। ওই সময় একলাশপুর বাজারের পূর্ব দিকে ভিআইপি সড়কের পাশে একদল দুর্বৃত্তকে অস্ত্রহাতে তাদের ধাওয়া করে। তারা রবিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে স্থানীয় চৌকিদার বাড়ির পুকুরের লাশ ফেলে দেয়। এর পর তারা মোহাম্মদ আলীকে ধাওয়া করে করে তার ফুফুর ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে।
নিহত মো. আলীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মাদক ও দ্রুত বিচার আইনে ৫টি মামলা রয়েছে। কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: