For Advertisement
750px X 80px Call : +8801911140321আগের মুস্তাফিজকে চান বাশার

টেস্ট দলে সুযোগ পেতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বোলিং দক্ষতার আরও উন্নতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দল নির্বাচক হাবিবুল বাশার সুমন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য এরিমধ্যে বিসিবি ঘোষিত দলে সুযোগ হয়নি মুস্তাফিজের। বড় ফরম্যাটে খারাপ ফর্মের কারণেই সুযোগ হয়নি তার। ২০১৫ সালে অভিষেকের পর এই প্রথম অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন ফিজ।
তবে ‘বাদ’ কথাটির সাথে মুস্তাফিজকে মেলাতে চান না সুমন। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নিজের বোলিং দক্ষতা উন্নতির জন্য সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। সুমন বলেন, ‘আমি বলব না, তাকে বাদ দেয়া হয়েছে। আমি এটিও বলবো না, সে বিশ্রাম পেয়েছেন। যেহেতু প্রথম শ্রেণির ক্রিকেট চলছে, আমরা মনে করি- নিজের ভুলগুলো শুধরানোর জন্য কাজ করবেন ফিজ। আমি আশা করছি, সে ভালোভাবেই ফিরে আসবেন।’
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
তিনি আরও বলেন, ‘আমরা মুস্তাফিজকে নিয়ে উদ্বিগ্ন নই। কোন খেলোয়াড় সব সময় ফর্মে থাকতে পারে না। বর্তমানে সে ইনফর্মে নেই। কিন্তু আমি সব সময় বলি, সে আমাদের অন্যতম সেরা বোলার। তার যথেষ্ট সময় আছে এবং আমি মনে করি, তাকে যদি কিছু সময় দেয়া যায় এবং সঠিকভাবে কাজ করতে পারে তবে সে ভালোভাবে ফিরে আসবে। সে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
প্রথম শ্রেণির ক্রিকেটে সে উন্নতি করতে পারবে বলে জানান সুমন, ‘তার বোলিং উন্নতির জন্য তাকে সময় দিয়েছি। প্রথম শ্রেণির ক্রিকেট চলছে। আমরা মনে করি, ফর্মে ফেরার জন্য বিসিএলই সেরা প্লাটফর্ম।’ সেন্ট্রাল জোনের হয়ে বিসিএল খেলছেন মুস্তাফিজ। ইস্ট জোনের বিপক্ষে চলমান ম্যাচের প্রথম ইনিংসে ২৫ ওভারে ১০৬ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন ফিজ।
ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশ দলে ছিলেন মুস্তাফিজ। কিন্তু দু’টেস্টে খেলার সুযোগ পাননি তিনি। তবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেললেও উইকেটশুন্য ছিলেন ফিজ। এরপর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে মাত্র ১ উইকেট নেন তিনি। তাই পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে মুস্তাফিজকে বিবেচনা করেননি নির্বাচকরা। তার পরিবর্তে আরেক পেসার রুবেল হোসেনকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ।
সুমন বলেন, ‘রুবেলের বোলিং গড় নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু সে দুর্দান্ত বোলিং করছে। আমরা অন্যরকম রুবেলকে দেখতে পেরেছি। প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত করেছেন রুবেল। বিসিএলেও ভালো বোলিং করেছে। সে নিয়মিত উইকেট পাচ্ছে। আমি আগেই বলেছি, মুস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বড় ফরম্যাটে আমরা তার পারফরমেন্স দেখতে চাই। ফর্মে থাকা খেলোয়াড়দেরই আমরা দলে অন্তর্ভুক্ত করেছি।’
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: