For Advertisement
750px X 80px Call : +8801911140321মদনে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
কারেন্ট নিউজ বিডি ২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৫:২৭

নেত্রকোনার মদনে মোসা. রহিমা আক্তার নামে ৪ সন্তানের এক জননী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার বাঁশরী দক্ষিণপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্তানরা কাজের সন্ধানে বাড়ির বাহিরে গেলে এ সুযোগে নিজগৃহে আড়ার সাথে দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তবে তিনি মানসিক রোগী ছিল। প্রাথমিকভাবে মৃত্যুর রহস্য জানা যায়নি।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মো. জামাল উদ্দিন জানান, তিনি মানসিক রোগী ছিলেন। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে মদন থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© কারেন্ট নিউজ বিডি 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: