For Advertisement

750px X 80px Call : +8801911140321

১২৩ বোতল ফেন্সিডিলসহ আটক ১

কারেন্ট নিউজ বিডি   ৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩০:২৭

যশোরের বেনাপোলে পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ১২৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ জাকির হোসেন সান্টু (২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক জাকির হোসেন ঝিকরগাছার বেলে বটতলা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মাসুম বিল্লাহ, এএসআই শাহীন ফরহাদ ও এএসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অপরদিকে বেনাপোল লোকাল বাস স্ট্যান্ডের সামনে থেকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ জাকির হোসেনকে আটক করা হয়৷

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ১২৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে৷ আটক মাদক ব্যবসায়ীকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: