For Advertisement
750px X 80px Call : +8801911140321তুরস্কে রানওয়ে থেকে ছিটকে বিমান তিন টুকরা

তুরস্কে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। বিমানটি কয়েক টুকরা হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ইস্তাম্বুলের সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
জানা যায়, বিমানটিতে ১৭৭ জন যাত্রী ছিলেন। ইজমির থেকে অভ্যন্তরীণ এ বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়।
ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, তুর্কি বিমান সংস্থা পেগাসাসের বিমানটি তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিমানের একটি বিশাল ফাটল দিয়ে যাত্রীদের সরিয়ে নিতে দেখা গেছে।
তুরস্কের পরিবহনমন্ত্রী কাহিত তুরহান সিএনএন তুর্ককে জানিয়েছেন, বিমানটিতে ১৭৭ জন যাত্রী ছিল। লোমহর্ষক ঘটনা সত্ত্বেও কেউ মারা যায়নি।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: