For Advertisement
750px X 80px Call : +8801911140321উয়েফা ন্যাশন্স লিগ
ইতালিকে রুখে দিয়েছে বসনিয়া

উয়েফা ন্যাশন্স লিগের দ্বিতীয় আসরে জায়ান্ট ইতালিকে ১-১ গোলে রুখে দিয়েছে বসনিয়া এন্ড হার্জেগোভিনা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফ্লোরেন্সের স্তাদিও আর্তেমিও ফ্রাঞ্চিতে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে পিছিয়ে পড়ার পর ড্রয়ে মাঠ ছাড়ে চারবারের চ্যাম্পিয়নরা।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
ম্যাচের ৫৭তম মিনিটে লিড নেয় বসনিয়া। কর্নারে তনি সুনিচের হেডে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে ঠিকানা খুঁজে নেন রোমার ফরোয়ার্ড এডেন জেকো। সমতায় ফিরতে অবশ্য ইতালির ১০ মিনিট লাগে। ইনসিনিয়ের কাটব্যাক থেকে স্তেফানো সেন্সি গোল করেন।
এদিকে একই গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে প্রথম আসরের রানার্সআপ নেদারল্যান্ডস। ম্যাচের ৬১তম মিনিটে এগিয়ে যায় ডাচরা। সতীর্থের ডান দিক থেকে গোলমুখে বাড়ানো বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন উইঙ্গার স্তেভেন।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: