For Advertisement
750px X 80px Call : +8801911140321মেন্ডিসের ফিফটিতে বড় পুঁজির পথে শ্রীলঙ্কা

ঢাকা, ১২ মার্চ, কারেন্ট নিউজ বিডি : আবারও কুশল মেন্ডিস ঝড়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে বড় পুঁজির পথ গড়ে দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৪ উইকেটে ১১৩ রান তুলেছে লঙ্কানরা।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
বৃষ্টির কারণে টি-টোয়েন্টি ম্যাচটি এক ওভার কমে এসেছে, দুই দল পাবে ১৯ ওভার করে। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। দানুষ্কা গুনাথিলাকা আর কুশল মেন্ডিস ১৩ বলের উদ্বোধনী জুটিতেই তুলেছেন ২৫ রান। ৮ বলে ১৭ রান করে শার্দুল ঠাকুরের শিকার হয়েছেন গুনাথিলাকা।
এরপর কুশল পেরেরাকে ৩ রানের বেশি এগোতে দেননি ওয়াশিংটন সুন্দর। তবে তৃতীয় উইকেটে উপুল থারাঙ্গাকে নিয়ে ৬২ রানের জুটি গড়েছেন কুশল মেন্ডিস। ২৪ বলে ২২ রান করে থারাঙ্গা বোল্ড হয়ে যান বিজয় শঙ্করের বলে।
তবে মেন্ডিস ফিফটি তুলে নিতে ভুল করেননি। মাত্র ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটসম্যান। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও ফিফটি করেছিলেন তিনি।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: