For Advertisement

750px X 80px Call : +8801911140321

অ্যানড্রয়েড পি’তে যত সুবিধা মিলবে

কারেন্ট নিউজ বিডি   ১৩ মার্চ ২০১৮, ১০:৪১:০২

ঢাকা১৩ মার্চকারেন্ট নিউজ বিডি : অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আসছে। এটি অ্যানড্রয়েড পি। নতুন এই ভার্সনটি ব্যবহারে আপনার স্মার্টফোন হবে আরও স্মার্ট। জেনে নিন অ্যানড্রয়েড পির নানা সুবিধার খবর।

অ্যানড্রয়েড পিতে মেসেজের নোটিফিকেশনেই পাঠানো ছবি দেখতে পাবেন। এই ভার্সনটির মাধ্যমে সহজেই বুঝতে পেরে যাবেন কোনটি সিঙ্গল চ্যাট আর কোনটি গ্রুপ চ্যাট।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

আইফোনে অ্যান্ড্রয়েড পি ব্যবহার করলে কোনও কিছু টাইপ করা আরও সহজ। স্পষ্টভাবে বুঝতে পারবেন কী লিখছেন। কার্সারও স্পষ্টভাবে দেখা যাবে।

নতুন ওয়াই-ফাই প্রোটোকল সাপোর্ট করবে অ্যানড্রয়েড পিতে।

থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে একের অধিক ক্যামেরা একসঙ্গে ব্যবহার করতে পারবেন।

অনলাইন ফর্ম ফিলাপ করার ক্ষেত্রে পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য দেওয়া আরও সহজ হয়ে উঠবে।

নিজের ইচ্ছে মতো ভলিউম স্লাইডার ব্যবহার করতে পারবেন অ্যানড্রয়েডের এই ভার্সনে।

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: