For Advertisement
750px X 80px Call : +8801911140321রানারের নতুন সার্ভিস সেন্টার নোয়াখালীতে
কারেন্ট নিউজ বিডি ১৩ মার্চ ২০১৮, ১০:৪৬:৪০

ঢাকা, ১৩ মার্চ, কারেন্ট নিউজ বিডি : এখন থেকে নোয়াখালীতে রানার অটোমোবাইলসের সার্ভিস মিলবে। এজন্য সম্প্রতি নোয়াখালীতে একটি সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়।
রানারের এই অথোরাইজড সার্ভিস সেন্টারটি উদ্বোধন করেন রানার মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শফিকুজ্জামান ।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
এ সময় আরও উপস্থিত ছিলেন এরিন মোটরসের স্বত্বাধিকারী মোহাম্মদ মনিরুল ইসলাম ইউসুফ এবং রানার মোটরসের সহকারী পরিচালক আমিদ সাকিফ খান।
সিটি অটোমোবাইল নামে নতুন এই সার্ভিস সেন্টারটির অবস্থান নোয়াখালীর বেগমগঞ্জের মাইজদি সড়কে গ্লোব ফ্যাক্টরি সংলগ্ন)।
এই সার্ভিস সেন্টার থেকে রানারের আমদানিকৃত বিভিন্ন যানের সার্ভিস করানো যাবে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© কারেন্ট নিউজ বিডি 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: