For Advertisement
750px X 80px Call : +8801911140321ইসলাম প্রতিষ্ঠায় কাজ করবেন এরশাদ

ঢাকা, ১৫ মার্চ, কারেন্ট নিউজ বিডি : জাতীয় পার্টি যে ক্ষমতায় পাওয়ার মতো শক্তি সঞ্চয় করেছে, সেটি আগামী ২৪ মার্চ দেখাতে চান দলের চেয়ারপারসন হুসেইন মুহম্মদ এরশাদ। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে জনতার ঢলেই এর প্রমাণ মিলবে বলে দাবি করেছেন সাবেক সেনা শাসক।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে জাতীয় ইসলামী মহাজোটের সভায় এ কথা বলেন এরশাদ।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘অনেকে এখনও জাতীয় পার্টিকে দুর্বল দল হিসেবে মনে করে। তবে আগমী ২৪ মার্চ জাপার মহাসমাবেশ জনসমুদ্র পরিণত হবে এবং দলের শক্তিও প্রকাশ পাবে।’
১৯৮২ সালে সামরিক বাহিনীর প্রধান থাকা অবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা এরশাদ গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। তবে ২০১৪ সালে বিএনপি-জামায়াত জোটের বর্জনের মুখে দশম সংসদ নির্বাচনে দলেল একাংশের অংশগ্রহণের বদৌলতে সংসদে প্রধান বিরোধী দল এখন জাতীয় পার্টি। ইদানীং আগামী জাতীয় নির্বাচনে জিতে ক্ষমতায় আসার স্বপ্নের কথাও বলছেন এরশাদ।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘অনেকে বলেন জাতীয় পার্টি দুর্বল। ২৪ মার্চের মহাসমাবেশের জনসমুদ্র করে দেখিয়ে দেবো আমারা ক্ষমতায় যাওয়ার জন্য শক্তি সঞ্চয় করেছি।’
‘এতো মানুষের আর্তনাদ, আহাজারি, কষ্ট আল্লাহ সহ্য করবেন না। রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন আসবেই’।
দেশের অবস্থা ভালো নয়, দাবি করে সাবেক স্বৈরশাসকের দাবি, তার দিকেই এখন তাকিয়ে দেশবাসী। তিনি বলেন, ‘দিন বদলাচ্ছে, পরিবর্তন হচ্ছে, ছনের ঘর থেকে টিনের ঘর হয়েছে। কিন্তু সেই টিনের ঘরেও নিরাপত্তা নেই।’
‘বাস্তবে সমাজের অবস্থা কী? আপনারা কি জানার চেষ্টা করেছেন? চাকচিক্য শুধু ঢাকায়। গ্রাম-গঞ্জের অবস্থা মোটেও ভালো নয়। অসহায় মানুষ গ্রাম-গঞ্জে খাবার না পেয়ে শহরমুখী হচ্ছে। শহরে এসে তারা বস্তিতে বসবাস করছে। সেই মানুষগুলোর মাথা গোজার ঠাঁই আগুনে পুড়িয়ে দেয়া হচ্ছে।’
আগামী ২২ মার্চ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণের প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে এরশাদ মনে করেন, এখনও মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়ার অবস্থানে নেই বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা তখনই মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হতে পারব যেদিন দেশের প্রতিটি মানুষ ভালো থাকবে, সুন্দরভাবে সংসার চালাতে পারবে।’
ইসলাম প্রতিষ্ঠায় কাজ করবেন এরশাদ
এরশাদ জানান, আল্লাহর শাশ্বত আইন প্রতিষ্ঠা করতে চায় জাপা। তাই জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের খেদমত করতে চান তিনি।
‘আসুন সবাই ইসলামকে প্রতিষ্ঠিত করতে সবাই একসাথে হই, আন্দোলন করি। পরিবর্তন আনতেই হবে। মুখে ধর্মের কথা বলে, কাজে ধর্মের ছাপ না রাখলে লাভ নেই।’
‘সে সময় হয়তো আর পাব না। জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। দেখে যেতে পারলে খুব খুশি হতাম। কারণ ইসলাম প্রতিষ্ঠিত হলে অন্যান্য ধর্মকে ছোট করে দেখার সুযোগ নাই। এটা আল্লাহর নির্দেশ।’
এরশাদ বলেন, পশ্চিমারা আমাদের সন্ত্রাসী হিসেবে প্রমাণের চেষ্টা করছে। কারণ, মুসলমানদের মধ্যে ঐক্য নেই। গণতন্ত্র নেই। এই অপরাধে ইরাক, লিবিয়া ধ্বংস করা হলো। সিরিয়াও ধ্বংসের পথে। কিন্তু ঐক্যবদ্ধ থাকলে ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না বলে মনে করেন এরশাদ।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: