For Advertisement

750px X 80px Call : +8801911140321

ব্রিজধসে নিহত ৪

কারেন্ট নিউজ বিডি   ১৬ মার্চ ২০১৮, ১০:৩৪:২৯

ঢাকা, ১৬ মার্চকারেন্ট নিউজ বিডি : যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে একটি ব্রিজ ধসে পড়ার ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।

উদ্ধারকারী দল বৃহস্পতিবার রাতে ধসে পড়া ব্রিজের আশেপাশে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়েছে। সেখানে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

পুলিশ জানিয়েছে, ওই ফুটওভার ব্রিজটি ধসে পড়ে। সে সময় ব্রিজের নিচে থাকা কমপক্ষে আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার সময় ব্রিজের নিচে ঠিক কতজন ছিল তা এখনও পরিস্কার নয়। বৃহস্পতিবার রাতে মিয়ামি দেদ ফায়ারের প্রধান ডেভ ডাওনি জানিয়েছেন, তিনি কমপক্ষে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছেন।

কমপক্ষে ১০ জনকে কেনডাল রিজিওনাল মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: