For Advertisement
750px X 80px Call : +8801911140321‘জাতীয় পার্টি এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত’

ঢাকা, ১৮ মার্চ, কারেন্ট নিউজ বিডি : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা দেখাতে চাই জাতীয় পার্টি কতটা শক্তি সঞ্চয় করেছে। আগামীতে আমরা জনগণের রায় নিয়ে এককভাবে ক্ষমতায় যেতে চাই।
আজ শনিবার দুপুরে বগুড়ার বানানী পর্যটন মোটেল অডিটরিয়ামে জাপার সমন্বয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়। কে নির্বাচনে এলো বা না এলো তাতে আমার কিছু আসে যায় না। জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। জাতীয় পার্টির শাসনামলে যে উন্নয়ন হয়েছে, তা বিএনপি-আওয়ামী লীগ মিলেও করতে পারেনি।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ার আহবান।’
তিনি আরো বলেন, ‘দলকে শক্তিশালী করতে পারলে জাতীয় পার্টি ক্ষমতার দুয়ারে পৌঁছাবো।’ ।
সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘ইতিহাস কাউকে ক্ষমা করে না। জনগণের মনে এরশাদ সরকারের স্বর্ণালি যুগের কথা বারবার স্মরণ করিয়ে দেয়। জাতীয় পার্টির ওপর মানুষের আস্থা বেড়ে গেছে।’
জাপা মহাসচিব আরও বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টি তিনশ’ আসনে এককভাবে মনোনয়ন দিয়ে গণবিপ্লব ঘটাবে। নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছি। এই প্রস্তুতির অংশ হিসেবেই ২৪ মার্চ ঢাকায় মহাসমাবেশ। এটি হবে স্মরণকালের বৃহত্তম সমাবেশ।’
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: