For Advertisement
750px X 80px Call : +8801911140321জুতো কিনুন শরীরের গড়ন বুঝে

পায়ের জুতো হওয়া চাই সঠিক। শরীরের ভার বইতে পায়ের দরকার আরাম, একটু বিশ্রাম। কিন্তু সারাক্ষণই এদিক-ওদিক দৌড়াদৌড়ি চলতে থাকে। ব্যস্ত জীবনে বিশ্রাম নেওয়ার সময় মেলে না। তাইতো জুতো জোড়া প্রয়োজন মনের মতো। মহিলাদের ফ্যাশনে রয়েছে জুতোর নানা ভ্যারাইটি। পুরুষদের ফ্যাশনে তা অনেকটাই কম।
আসুন জেনে নেই শরীরের গড়ন বুঝে কেমন হওয়া চাই জুতো –
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
১। উচ্চতা কম হলে
উচ্চতা কম হলে, পায়ের মাপও বেশ কম হয় স্বাভাবিক ভাবেই। কিন্তু ছোটো সাইজ়ের জুতো পাওয়া হয়ে যায় সমস্যার। জুতো বেছে নিন পায়ের মাপ বুঝে। লম্বাটে ধরনের জুতো বেছে নিন, তাতে পা বড় দেখাবে।
ভারী চেহারা হলে জুতো কিনতে হবে সাবধানে। আরামদায়ক ও যাতে পায়ে চেপেচুপে না যায়, সেদিকেও নজর রাখতে হবে। অবশ্যই এমন কোনও জুতো বেছে নিন, যা স্লিপ করবে না।
৩। লম্বা চেহারা হলে
উচ্চতা বেশি হলে অবশ্যই এমন জুতো বেছে নিন, যাতে কোনও হিল নেই। একেবারে ফ্ল্যাট জুতো এই ধরনের শরীরের গড়নের জন্য ভালো। জুতোর সামনের দিকটা রাউন্ড শেপের হওয়াই ভালো।
৪। ঘষামাজা চেহারা হলে
চেহারা সুন্দর হলে, পরবেন তাতেই ভালো মানাবে। তবে আপনার ফ্যাশনে থাকা চাই আপনার রুচিশীলতার পরিচয়। যে কোনও ধরনের জুতো বেছে নিতে পারেন। তবে বেশি হিল দেওয়া জুতো এড়িয়ে চলাই ভালো।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: