For Advertisement
750px X 80px Call : +8801911140321শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা

ঢাকা, ২০ মার্চ, কারেন্ট নিউজ বিডি : নেত্রকোণায় নতুন প্রজন্মের শিশু শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন তুলে ধরেন তারা।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার নাড়িয়াপাড়া গ্রামের হরমুজান ফয়জুল মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে শিশু শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান হয়। সূনেত্র নামে একটি সংস্থা বঙ্গবন্ধু জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় মুক্তিযুদ্ধের গল্প বলা ও মুক্তিযুদ্ধের বই উপহার দেয়া হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আক্কাছ আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদ, আইয়োব আলী, সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
স্থানীয় ২৫ জন মুক্তিযোদ্ধা শিক্ষার্থীদের কাছে একাত্তরের বীরত্ব গাঁথা ও বঙ্গবন্ধুর জীবন তুলে ধরেন।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: