For Advertisement
750px X 80px Call : +8801911140321যান্ত্রিক ত্রুটি : শাহজালালে বিমানের জরুরি অবতরণ

ঢাকা, ২০ মার্চ, কারেন্ট নিউজ বিডি : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে উড্ডয়নের পর আবারও ঢাকায় জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ড্যাশ-৮ মডেলের এ উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
জানা গেছে, দুপুর ১২টার পরে ঢাকা থেকে সৈয়দপুরে যাচ্ছিল বিমানের একটি ফ্লাইট। ড্যাশ-৮ মডেলের এই উড়োজাহাজে ৬৩ জন যাত্রী ছিলেন। শাহজালাল বিমানবন্দর থেকে উড়ার ১৫ মিনিট পর উড়োজাহাজটি আবারও শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে। জরুরি অবতরণের পর সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। বেলা আড়াইটা পর্যন্ত যাত্রীরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন।
গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ইউএস-বাংলার ড্যাশ-৮ উড়োজাহাজ বিধ্বস্ত হলে ৪৯ জন যাত্রী মারা যান। তাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ২৬ যাত্রী।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: