For Advertisement
750px X 80px Call : +8801911140321ইনস্টাগ্রাম তারকা : উদ্যোক্তায় পরিণত হওয়ার গল্প

ঢাকা, ২১ মার্চ, কারেন্ট নিউজ বিডি : ব্রাডলি সাইমন্ডসের পেশাদার ফুটবল হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু মাত্র ১৯ বছর বয়সেই যখন মাঠে মারা যায়, তখন অর্থ আয়ের জন্য তিনি বেছে নেন একটি ভিন্ন পথ।
‘হেলথ অ্যান্ড ফিটনেস’ বিষয়ের দারুণভাবে আগ্রহী ব্রাডলি তখন সিদ্ধান্ত নেন যে, অন্যদের ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে কাজ করবেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
এ লক্ষ্যকে সামনে রেখেই ব্রাডলি শুরুতে তার নিজের ও বন্ধুদের ছবি পোস্ট করতে শুরু করেন। কিন্তু তিনি আসলে খুঁজছিলেন একটি সুযোগ।
তিনি বলেন, ‘আমি আসলে ফিটনেস ও স্বাস্থ্য বিষয়ক কনটেন্টগুলো পোস্ট করতে শুরু করলাম। এটি করতে করতেই কিছু সেলেব্রিটির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলাম।
এক পর্যায়ে কিছু ফুটবলার তাদের প্রশিক্ষণে সহযোগিতার অনুরোধ করল।
‘আমি পোস্ট অব্যাহত রাখলাম, ব্লগিং চললো- ভবিষ্যতের একটা লক্ষ্য দাঁড় করালাম যে একটি জিম খুলবো যেখানে স্বাস্থ্যকর খাবারেরও ব্যবস্থা থাকবে।’
আর এভাবে ইনস্টাগ্রাম পোস্ট তাকেই পরিণত করলো একজন সফল উদ্যোক্তায়।
ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম বিবিসিকে জানিয়েছে বিশ্বব্যাপী তাদের প্রায় আড়াই কোটি বিজনেস প্রোফাইল আছে।
ব্রাডলিই ইনস্টাগ্রাম ব্যবহার করে উদ্যোক্তা হওয়ার একমাত্র উদাহরণ নন।
ফুড ব্লগার এলা মিলস ‘ডেলিশিয়াস এলা’ নামে যে ব্র্যান্ড তৈরি করেছিলেন সেটি অবশেষে অনেক লোকসানের পর বন্ধ করার ঘোষণা দিয়েছেন
এ ছাড়াও কফি, পোশাক, প্রসাধনী সহ নানা ধরনের ব্যবসার শুরুর কাজে অনেকেই ইনস্টাগ্রামকে কাজে লাগিয়েছেন দারুণভাবে।
তাদের কেউ কেউ সফল হয়েছেন আবার কেউ কেউ লোকসানের ভারে ন্যুজ হয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন।
সূত্র : বিবিসি
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: