For Advertisement

750px X 80px Call : +8801911140321

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কারেন্ট নিউজ বিডি   ২১ মার্চ ২০১৮, ৪:৪০:১৪

ঢাকা, ২১ মার্চকারেন্ট নিউজ বিডিসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. গিয়াস উদ্দিন (৩০) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দুপুর ১২টার দিকে আবাহা হামিচ আল বোরিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গিয়াস উদ্দিনের বন্ধু প্রবাসী বাংলাদেশি নাজিম উদ্দিন জানান, সৌদির আবাহা হামিচ আল বোরিদ সড়কে দ্রুতগামী একটি গাড়ি গিয়াসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

গিয়াস উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফকিরপাড়ার মো কালুর ছেলে।

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: