For Advertisement
750px X 80px Call : +8801911140321আবার একসাথে শাকিব-মিশা

ঢাকা, ২২ মার্চ, কারেন্ট নিউজ বিডি : কি না হয়েছে তাদের মাঝে। যৌথ প্রযোজনার অনিয়ম বিরোধী আন্দোলন ও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে শাকিব খান ও মিশা সওদাগরের মাঝে বিরোধ তৈরি হয় বছরখানেক আগে। এরপর তাদের নতুন কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি।
তবে আবারো দুই তারকাকে একই ফ্রেমে দেখবে দর্শক। অবশ্য এ খবর কয়েকদিন ধরে ফিল্মপাড়ায় ভাসছিল। বুধবার মহরতের মাধ্যমে নিশ্চিত হওয়া গেল। শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘ক্যাপ্টেন খান’-এ অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান ও মিশা সওদাগর।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
তার সূত্র ধরে দুপুরে বিএফডিসিতে দুই তারকাকে একসঙ্গে দেখা যায়। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’-এর মহরতে যোগ দেন তারা। সিনেমাটিতে শাকিবের নায়িকা হিসেবে থাকছেন শবনম বুবলি। বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে বারের সেট বানিয়ে মহরতের পাশাপাশি শুরু হয়েছে দৃশ্যায়ন, চলবে ২৫ মার্চ পর্যন্ত।
২০১৬ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘শুটার’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে দেখা যায় শাকিব-মিশাকে। এরপর তারা আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’-এর দৃশ্যায়নে অংশ নেন অস্ট্রেলিয়ায়। কিন্তু পরিচালক-প্রযোজকের বিরোধের জের ধরে সিনেমাটি মাঝপথে থমকে গেছে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: