For Advertisement
750px X 80px Call : +8801911140321শ্রীমঙ্গলে বিদেশী মদসহ এক নারী আটক

ঢাকা, ২২ মার্চ, কারেন্ট নিউজ বিডি : গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশী মদসহ এক নারীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গত মঙ্গলবার ভোররাতে উপজেলার সিন্দুরখান এলাকা থেকে মদসহ ওই নারীকে আটক করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার কর্তব্যরত ডিউটি অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুলের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এসআই ফজলে রাব্বীসহ পুলিশের একটি টিম উপজেলার সিন্দুরখান বাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশী মদসহ খেলা বেগম (৩০) কে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে খেলা বেগমের স্বামী ফটিক মিয়া পালিয়ে যায়।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: