For Advertisement

750px X 80px Call : +8801911140321

ভিয়েতনামে অগ্নিকাণ্ডে ১৩ জনের প্রাণহানি

কারেন্ট নিউজ বিডি   ২৩ মার্চ ২০১৮, ৫:৩৫:১৬

ঢাকা, ২৩ মার্চকারেন্ট নিউজ বিডিভিয়েতনামের হো চি মিন শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ভো ভান কিয়েত সড়কের কারিনা প্লাজায় এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘ধোঁয়ায় দমবন্ধ হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছে। তবে কেউ কেউ ভবনটির জানালা দিয়ে লাফিয়ে পড়েও মারা গেছে।’

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

তিনি বলেন, ‘আহতদের অবস্থা স্থিতিশীল। ভবনের ভেতরে আর কেউ আটকা পড়ে আছে কিনা আমরা তা খুঁজে দেখছি।’

অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টার দিকে ভবনের বেজমেন্টে আগুন লাগে এবং তা দ্রুত ভবনে ছড়িয়ে পড়ে। এতে ভবনটিতে বাস করা শতাধিক মানুষ আটকা পড়ে। ভবনটিতে ৭৩৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে।

অগ্নিনির্বাপন বাহিনীর ৩০টিরও বেশি গাড়ি এবং ২০০ জনের বেশি কর্মীর এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: