For Advertisement
750px X 80px Call : +8801911140321সিএসই সোসাইটির ভিপি নিলয়, জিএস নাহিদ

ঢাকা, ২৪ মার্চ, কারেন্ট নিউজ বিডি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী সংগঠন সিএসই সোসাইটি-২০১৮ এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিনা-প্রতিদ¦ন্দ্বিতায় সহ-সভাপতি (ভিপি) সিএসই ৫ম ব্যাচের ইমরুল হাসান নিলয় ওসাধারণ-সম্পাদক (জিএস) সিএসই ৬ষ্ঠ ব্যাচের পদে নাহিদ ইকবাল নির্বাচিত হয়েছে।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সিএসই ৭ম ব্যাচের শাহীন নিজাম, কার্যকরী সদস্য পদে ৫ম ব্যাচের আল ইমরান, ৬ষ্ঠ ব্যাচের ফাহমিদ হাসান অনিক, ৭ম ব্যাচের কুলসুম আক্তার নিশা, ৮ম ব্যাচেরজাওয়াদ সিদ্দিকী শাফি, ৯ম ব্যাচেরমাহিম মোশারফ সেজান নির্বাচিত হয়েছে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম দুপুর ৩ ঘটিকায় সিএসই সোসাইটির নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতদের নিয়ে আগামী মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এর আগে গত মঙ্গলবার নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: