For Advertisement

750px X 80px Call : +8801911140321

আবারও আগুন রাশিয়ার শপিং মলে

কারেন্ট নিউজ বিডি   ২৬ মার্চ ২০১৮, ৯:৩৬:৩৪

ঢাকা, ২৬  মার্চকারেন্ট নিউজ বিডি : রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের শপিং মলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে  গতকাল (রোববার) ওই শপিং মলে অগ্নিকাণ্ডে নারী শিশুসহ অন্তত ৬৪ জন নিহত বহু মানুষ নিখোঁজ হয়েছে শপিং মলের ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছে বলে জানা গেছে

তাদের উদ্ধারে যখন তৎপরতা চলছিল ঠিক তখনি আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। অগ্নিনির্বাপক বাহিনী আগুন নেভানোর কাজ চালাচ্ছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায় নি

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

মস্কো থেকে দুই হাজার ২০০ মাইল পূর্বে কেমেরোভো এলাকাটি রাশিয়ার অন্যতম কয়লা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত  রুশ সংবাদমাধ্যম স্পুতনিক তাদের প্রতিবেদনে জানায়, গতকাল উইন্টার চেরি নামের একটি ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয় ভবনের যে অংশে সিনেমা হল এবং বিনোদনের জায়গা ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে

আগুনের কারণে সিনেমা হলগুলোর বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। সে জন্যই মনে করা হচ্ছে, অনেক শিশু এখনো সেখানে আটকা পড়ে আছে। কর্তৃপক্ষও বলছে, এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কেমেরোভো অঞ্চলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: