For Advertisement

750px X 80px Call : +8801911140321

ফোন কল ও এসএমএস-এ নজরদারী করছে ফেসবুক!

কারেন্ট নিউজ বিডি   ২৮ মার্চ ২০১৮, ২:০৪:২০

ঢাকা, ২৮ মার্চকারেন্ট নিউজ বিডিবিনা অনুমতিতে কেমব্রিজ অ্যানালিটিকার কাছে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য প্রকাশ করেছে ফেসবুক, যা ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনে জনমতকে প্রভাবিত করে সংস্থাটি। শুধু তাই নয়, ব্রেক্সিটের সময়ও একই কাজ করেছে তারা।

সম্প্রতি এসব তথ্য ফাঁস হয়ে গেলে বিতর্কে পড়ে ফেসবুক। তারা ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে আরও একটি বড় অভিযোগ উঠেছে।
আরস টেকনিকার এক প্রতিবেদনে বলা হচ্ছে, ফেসবুক অনেক দিন ধরেই ব্যবহারকারীর অনুমতি ছাড়া অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোন কল ও এসএমএসগুলোর তথ্য সংগ্রহ করছে।

For Advertisement

750px X 80px
Call : +8801911140321

তবে ফেসবুক পুরোপুরি ঘটনাটি অস্বীকার করে বিবৃতি দিয়েছে। ফেসবুক বলছে, ব্যবহারকারী যতটুকু অনুমতি দেয়, ঠিক ততটাই তথ্য সংগ্রহ করে ফেসবুক। অনুমতির বাইরে কোনো কিছু ঘটেনি।

For Advertisement

750px X 80px Call : +8801911140321

কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

পাঠকের মতামত: