For Advertisement
750px X 80px Call : +8801911140321কক্সবাজার যুবলীগের নেতৃত্বে বাহাদুর-সোহেল

ঢাকা, ৩০ মার্চ, কারেন্ট নিউজ বিডি : দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলা যুবলীগের সম্মেলন ও কাউন্সিল। বৃহস্পতিবার বিকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে সম্মেলন শেষে সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক চৌধুরী।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
সঞ্চালনা করেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।
কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সোহেল আহমদ বাহাদুর ও মোহাম্মদ শহিদুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শহিদুল হক সোহেল ও শোয়েব ইফতেখার।
উভয় পদে একাধিক প্রার্থী থাকায় সরাসরি কাউন্সিলারদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এতে ২০৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সোহেল আহমদ বাহাদুর আর ১৮৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শহিদুল হক সোহেল।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: