For Advertisement
750px X 80px Call : +8801911140321‘শিগগিরই সারাদেশে মাদকবিরোধী অভিযান’

ঢাকা, ৩০ মার্চ, কারেন্ট নিউজ বিডি : আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যা বের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘সেটি এখন সমন্বয় করার কাজ চলছে। ওই তালিকা ধরে শিগগিরই সারাদেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালাবে র্যা ব। মাদক নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটের সমন্বিত উদ্যোগে আমরা এই অভিযান শুরু করবো।’
বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে র্যা ব-৪ কার্যালয়ে ‘স্বাধিকার স্বাধীনতা ও স্বপ্নগাথা’ শিরোনামের শিল্পকর্ম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
র্যা বের ডিজি বলেন, ‘প্রতিবছরই র্যা ব কোটি কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে। হাজার হাজার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়, তবেই দেশকে মাদকমুক্ত করা সম্ভব।’
জঙ্গিবাদ প্রসঙ্গে র্যা ব ডিজি বলেন, ‘জঙ্গিবাদ থেকে আমরা কখনও দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাই না। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিবাদ অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে, তবু আমরা এতে তুষ্ট নই।’তিনি বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে র্যা ব কাজ করছে। আগামী দিনে আরও কাজ করে যাবে, যেন দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।’
‘স্বাধিকার স্বাধীনতা স্বপ্নগাথা’ শিল্পকর্ম প্রসঙ্গে র্যা ব ডিজি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর আমরা যেসব পরিস্থিতি মোকাবিলা করেছি, তার সবকিছুই এই শিল্পচিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। এই প্রকল্প তরুণ প্রজন্মের মধ্যে স্বাধীনতার ইতিহাস ধারণে কাজ করবে। এতে র্যা ব সদস্যরাও দেশরক্ষায় অনুপ্রেরণা পাবেন।’
“র্যা বের স্থাপন করা ‘স্বাধিকার স্বাধীনতা ও স্বপ্নগাথা’ শিল্পকর্মটি ছোট পরিসরে ৪৭-এর দেশভাগের পর থেকে অনেক বন্ধুর ও কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে আজকের বাংলাদেশ হয়ে ওঠার এক অনন্য শিল্পিত গৌরবগাথা। এই শিল্পকর্মটির মূল টেরাকোটা চিত্র।”
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: