For Advertisement
750px X 80px Call : +8801911140321‘রমজানে পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই’

ঢাকা, ০১ এপ্রিল, কারেন্ট নিউজ বিডি : রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বর্তমানে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি রয়েছে।
রোববার (১ এপ্রিল) সচিবালয়ে আসন্ন রমজান মাস ও ঈদুল ফিতরের সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমূহের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
তোফায়েল আহমেদ বলেন, মূলত ডলারের মৃল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় ও বিশ্ব বাজারে পণ্যের দাম বাড়ার প্রভাব স্থানীয় বাজারেও পড়ে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যাদি বিশেষ করে চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, পেয়াজ, রসুন, আদা হলুদ, খেজুর ইত্যাদির বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। তাই এবারের রমজানে কোনো সঙ্কট হওয়ার সম্ভাবনা নেই।
এ সময় উপস্থিত ব্যবসায়ীরাও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে একমত পোষণ করেন।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: