For Advertisement
750px X 80px Call : +8801911140321বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ফখরুল

ঢাকা, ০২ এপ্রিল, কারেন্ট নিউজ বিডি : গুলশানের ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানা যায়, আজ সকালে নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনউজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
তিনি একিউট করোনারি সিনড্রোম রোগে ভুগছেন বলে জানা গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পারিবারিক সূ্ত্র জানিয়েছে, ফখরুলের মা ফাতিমা আমিনও বার্ধক্যজনিত অসুস্থতায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার তাকে দেখতে যাবার কথা ছিল। তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
উল্লেখ্য, ২০১৬ সালে মির্জা ফখরুলের ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে কয়েক দফা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেন তিনি।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: