For Advertisement
750px X 80px Call : +8801911140321‘নারীর পোশাক নয়, মানুষের দৃষ্টিভঙ্গিই ধর্ষণের মূল কারণ’

ঢাকা, ০৩ এপ্রিল, কারেন্ট নিউজ বিডি : দেশব্যাপী ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী নৃশংসভাবে খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কক্সবাজারে ‘ধর্ষণের বিরুদ্ধে অগ্নিমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ’ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও খেলাঘর আসর, কক্সবাজার জেলা সংসদ।
সোমবার সন্ধ্যা সাতটায় কক্সবাজার পৌরসভা চত্বর থেকে অগ্নিমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। খেলাঘর কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ’র সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা খেলাঘরের সভাপতি আবুল কাশেম বাবু, জেলা যুব ইউনিয়নের সভাপতি শংকর বড়–য়া রুমি, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পণ বড়ুয়া।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
সমাবেশে বক্তারা বলেন, ‘নারীর পোশাক নয়, মানুষের দৃষ্টিভঙ্গিই ধর্ষণের মূল কারণ। সামাজিক গণসচেতনতার মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু, সিপিবি নেতা ডাঃ পুলিন দে, স্বপন রায় চৌধুরী, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার মার্টিন, ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সাবেক সভাপতি শহীদুল্লাহ শহীদ, সৌরভ দেব, সংবাদকর্মী এইচ.এম. নজরুল ইসলাম, আব্দুল আজিজ রিপন, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল দাশ, সহ-সভাপতি রিপন পাল, ছাত্র ইউনিয়ন নেতা শয়ন কান্তি বিশ্বাস, শুভজিৎ রুদ্র, তনয় দাশ সবুজ, মিশকাত আল আমিন, আপন দাশ প্রমুখ।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: