For Advertisement
750px X 80px Call : +8801911140321দক্ষিণ কোরিয়ার গানে মুগ্ধতা কিমের

ঢাকা, ০৩ এপ্রিল, কারেন্ট নিউজ বিডি : পূর্ব এশীয় অঞ্চলের দুটি রাষ্ট্র উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর বিভক্ত হয়ে যায়। এরপর থেকে দেশ দুটির মধ্যে বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক বিরাজমান ছিলো।
এই ধারাবাহিকতায় নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। স্থানীয় সময় গত রবিবার কিম তার স্ত্রী রাই সোল জু’কে নিয়ে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে একটি থিয়েটার হলের অনুষ্ঠানে যোগ দেন। এসময় তিনি দক্ষিণ কোরিয়ার পপ তারকাদের গান উপভোগ করেন। এই ঘটনাকে অনেকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করছেন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
দক্ষিণ কোরিয়ার পপ তারকাদের ওই অনুষ্ঠান মি. কিম বেশ মুগ্ধ হয়ে উপভোগ করেছেন। এসময় তিনি হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশও করেন বলে দেখা গেছে। এমনকি তিনি মঞ্চের পিছনে গিয়ে তারকাদের সাথে কথা বলেছেন এবং ছবিও তুলেছেন।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: