For Advertisement
750px X 80px Call : +8801911140321কে কী বলল দেখার বিষয় না, তদন্ত হবে: দুদক চেয়ারম্যান

ঢাকা, ০৪ এপ্রিল, কারেন্ট নিউজ বিডি : সম্প্রতি বিএনপির শীর্ষ ৮ নেতার বিরুদ্ধে ১২৫ কোটি টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই লেনদেন ৩০ দিনের মধ্যে বিভিন্ন ব্যাংক হিসাবে হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘কে কী বলল, এটা আমাদের দেখার বিষয় না। অভিযোগ এসেছে, তদন্ত হবে। তদন্ত শেষেই সবকিছু জানা যাবে।’
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
মঙ্গলবার বিকালে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
ইকবাল মাহমুদ বলেন, ‘নিজেদের বিদ্যা-বুদ্ধি, অভিজ্ঞতা দিয়ে কাজ করার চেষ্টা করছি। কারো প্রতি অন্যায় হবে এটা আমরা চাই না।’
যে কারো বিরুদ্ধে অভিযোগ এলেই দুদক তদন্ত করে উল্লেখ করে তিনি আরও বলেন, আমার বা আপনার বিরুদ্ধে অভিযোগ এলেও তদন্ত হবে। আর অভিযোগ এলেই সবকিছু সত্য না-ও হতে পারে। কাজেই এটাকে রাজনৈতিক ইস্যু বলা যাবে না।’
অভিযুক্ত নেতারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও নির্বাহী সদস্য তাবিথ আউয়াল।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: