For Advertisement
750px X 80px Call : +8801911140321উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান সেটি পেরিয়ে যায় ১৯ বল বাকি থাকতেই।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ২ রানের মাথায় ওয়ালটনের উইকেটে আরেকটি লজ্জাজনক হারের শঙ্কায় পড়ে সফরকারীরা। এর পর ফ্লেচার-স্যামুয়েলস জুটি বেশ খানিক সময় ক্রিজে স্থায়ী হয়। ফ্লেচারের ৪৩ বলে ৫২ রান সফরকারী দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ। স্যামুয়েলস ২৫ বলে ৩১ রান করেন। ১৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন রামদিন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
১৫৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানকে। ১৬ ওভার ৫ বল খেলেই ১৫৩ টপকে যায় স্বাগতিকেরা। উদ্বোধনী জুটি ফখর জামান (৪০ রান) ও বাবর আজমের (৫১ রান) উইকেট ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে একমাত্র পাওয়া।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: