For Advertisement
750px X 80px Call : +8801911140321রান্নাঘরে দুর্গন্ধ দূর করার টিপস

ঢাকা, ০৭ এপ্রিল, কারেন্ট নিউজ বিডি : কখনো খেয়াল করে দেখেছেন কী আপনার বাড়ির দুর্গন্ধ তৈরিই হয়ে রান্নাঘর থেকে? কারণ পচনশীন যাবতীয় বস্তু রানাঘরেই থাকে। আর রান্নাঘরের ডাস্টবিনের কথা তো আর আলাদাভাবে বলতে হবে না, তাই না? রান্নাঘরে বাজে গন্ধ হয় না, এমন মানুষ খুঁজলেও মিলবে না। বাথরুমের পরই যেন সবচাইতে দুর্গন্ধময় স্থান হচ্ছে রান্নাঘর। যতই পরিষ্কার করুন না কেন, একটা বাজে গন্ধ থেকেই যায়। নিজের কাছেও তো খারাপ লাগে এমন পরিবেশন। তাই শুধু রাঁধলেই হবে না, জানতে হবে রান্নাঘর দুর্গন্ধ মুক্ত রাখার কৌশল। জেনে নিন খুব সহজে রান্নাঘরের দুর্গন্ধ দূরে রাখার কৌশল।
* রান্নাঘরে যেন প্রচুর আলো-বাতাস আসে সেদিকে খেয়াল রাখুন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
* ময়লার ঝুড়িতে সরাসরি ময়লা ফেলবেন না। উপরে একটা পলিথিন ব্যবহার করুন। তার পর ময়লা ফেলুন।
* ময়লা ফেলার জন্য অবশ্যই ঢাকনা লাগানো ময়লার ঝুড়ি ব্যবহার করুন।
* মাছ-মাংস ইত্যাদির কাঁচা উচ্ছিষ্ট অংশ ফেলার অবশ্যই প্লাস্টিক বা কাগজের প্যাকেট ব্যবহার করুন। প্যাকেটে মুড়ে তবেই এসব ময়লার ঝুড়িতে ফেলবেন।
* আপনার থালা বাসন মাজার স্পঞ্জটি প্রত্যেক সপ্তাহে বদলে ফেলুন। এই বস্তুও রান্নাঘরে দুর্গন্ধের উৎস। ব্যবহৃত স্পঞ্জ প্রতিদিন গরম পানি দিয়ে ধুয়ে নেবেন।
* পানির সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে রান্নাঘর পরিষ্কার করুন। চুলা থেকে শুরু করে মেঝে পর্যন্ত, মনে করে বেকিং সোডা ব্যবহার করবেন। গন্ধ একদম গায়েব হয়ে যাবে।
* রান্নাঘরে ভ্যাপসা গন্ধ জমে গেলে লেবু বা কমলার খোসা পানিতে জ্বাল দিন, সঙ্গে যোগ করুন কয়েক টুকরো দারুচিনি। ফুটে উঠলেই দেখবেন দারুণ গন্ধ ছড়াচ্ছে। রান্নাঘরকে তাজা রাখতে খুব কাজে আসবে এই উপায়।
* রান্নাঘরের কোথাও একটি বাটিতে বেকিং সোডা বা ভিনেগার ভরে খোলা রাখুন। বাজে গন্ধ শুষে নেবে।
* রান্নাঘরে ব্যবহারের জন্য পছন্দের ফ্লেভারের এয়ার ফ্রেশনার অবশ্যই কিনে নেবেন।
* রান্নাঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। রান্নার ধোঁয়া যেন বের হয়ে যেতে পারে, সেই ব্যবস্থাও অবশ্যই রাখুন।
* মাসে একদিন রান্নাঘর গরম পানি ও ডিটারজেনট দিয়ে অবশ্যই পরিষ্কার করুন।
* থালা বাসন বেসিনে জমিয়ে রাখবেন না। প্রথমে পানি দিয়ে ধুয়ে তারপর পরে মাজার জন্য রাখুন।
* ভাজা পোড়ার পুরনো তেল জমিয়ে রাখবেন না। তেল চিটচিটে কিছুই জমিয়ে রাখবেন না রান্নাঘরে।
* তেলের পট খালি হলেই পরিষ্কার করে ফেলুন তার পর আবার তেল রাখুন।
* রান্নাঘরে পানির কাজ করে হাত ঝাড়া দেয়ার বস অভ্যাস থাকলে তা বাদ দিন। হাত মোছার জন্য রান্নাঘরের কয়েক জায়গায় টায়েল বা সুতির কাপড় রাখুন। পানি ধরলেই হাত মুছে ফেলুন।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: