For Advertisement
750px X 80px Call : +8801911140321কমনওয়েলথ গেমসে রুপা জিতলেন বাংলাদেশের বাকি

ঢাকা, ০৯ এপ্রিল, কারেন্ট নিউজ বিডি : গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতেছেন এ শুটার।
রুপা জিতেও পদক তালিকার বাইরে থাকা বাংলাদেশকে তালিকায় স্থান করে দিয়েছেন তিনি। ৭১ দেশের মধ্যে ১টি রুপা নিয়ে বাংলাদেশ এখন পদক তালিকায় ১৩তম স্থানে অবস্থান করছে। ২০১৪ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসেও রৌপ্য জিতেছিলেন তিনি। নিজের পদক অক্ষুন্ন রাখলেন এ শুটার।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
শনিবার চূড়ান্ত রাউন্ডে ৮ জন অংশ নেন। ২৪৫ স্কোর করে স্বর্ণ জিতেন অস্ট্রেলিয়ার ডেন স্যাম্পসন। তার থেকে মাত্র দশমিক তিন কম স্কোর করে রুপা জিতেন বাকি। তিনি ২৪৪.৭ স্কোর করেন। ২২৪.১ স্কোর করে ব্রোঞ্জ জেতেন ভারতের রবি কুমার।
২০১৪ কমনওয়েলথ গেমসের চেয়ে এবার ভালো করেছেন বাকি। সেবার ভারতের অভিনব বিন্দ্রা ২০৫.৩ পয়েন্ট স্কোর গড়ে স্বর্ণ জিতেছিলেন। আর বাকি ২০২.১ পয়েন্ট স্কোর করে রুপা জিতেছিলেন। এবার বাকি স্কোর গড়েছেন ২৪৪.৭।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: