For Advertisement
750px X 80px Call : +8801911140321‘তারেক রহমানের ইন্ধনেই ভিসির বাসভবনে নহামলা হয়েছে’

ঢাকা, ১৩ এপ্রিল, কারেন্ট নিউজ বিডি : বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ইন্ধনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি মনে করি মামুন সাহেবকে গ্রেফতার করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে কারা হামলঅ চালিয়েছে, এই মামুনসহ যারা আছে, তারা কিন্তু এই তথ্য দিতে পারবে।’
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
তিনি আরও বলেন, ‘তারেক রহমান ইনস্ট্রাকশন দেয়ার পরেই সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ভাংচুর হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। বিএনপি এই আন্দোলনকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিলো, দেশের মাটি উত্তপ্ত করার চেষ্টা করেছিলো। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে, অর্থাৎ তারা পরাজিত হয়েছে।’
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: