For Advertisement
750px X 80px Call : +8801911140321মাদক ব্যবসায়ীদের গুলিতে ৩ পুলিশ সদস্য আহত

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঘুন্ডিঘোর শেলটেক গলির একটি বাসায় অভিযানে গেলে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা।
আহতদের স্থানীয় আজগর আলী হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়ে গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান বলেন, ‘গোপন সংবাদ ছিল একটি ইয়াবার বড় চালান নিয়ে আসা হচ্ছে। ঘুন্ডিঘোর শেলটেক গলির একটি বাসায় অভিযানে যায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি পেয়ে টের পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশও গুলি ছোড়ে।’
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
মাদক ব্যবসায়ীদের গুলিতে গেন্ডারিয়া থানার টহলরত এক এএসআই এর পায়ে আরেক এএসআই ও এক কনস্টেবলের হাতে গুলি লাগে।
ঘটনাস্থল থেকে এক নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বাসাটি থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করার দাবি করেন ওসি।
ওসি মিজান বলেন, ঘটনার পর পলাতক ইয়াবা ব্যবসায়ীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: