For Advertisement
750px X 80px Call : +8801911140321ফাগুয়া উৎসবে মেতেছে চা জনগোষ্ঠী

দোল পূজা, হোলি কিংবা পূর্ণিমা তিথির নামে দোল পূর্ণিমা যে নামে এ উৎসবকে নামকরণ করা হোক না কেন বসন্তকালের গাছে গাছে নানা রঙের ফুলের বাহারে তা ফাগুয়া উৎসবে রূপ নেয়। ফাল্গ–নের পূর্ণিমা তিথিতে হয় বলেই একে ফাগুয়া বলেই জানেন চা বাগানের শ্রমিকরা। নেচে-গেয়ে আবির মেখে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে তারা বেশ আনন্দ পান।
এবার ফেব্রুয়ারি থেকেই বৃষ্টিপাতের দেখা মিলেছে। ফলে এবার মওসুমের আগেই চা-পাতা চয়নে নেমেছেন চা-কন্যারা। এর মধ্যেই চা বাগানের আনাচে-কানাচে রোববার থেকে শুরু হয়েছে ফাগুয়া উৎসব। চা শ্রমিকরা ফাগুয়া উৎসবে একটি উৎসব ভাতা পান। যা ফাগুয়া উৎসবে নতুন মাত্রা যোগ করেছে। ১ মার্চ থেকে এ উৎসবের জন্য চা বাগানে ৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু চা শ্রমিকরা এ উৎসব পালন করবে আরও কয়েকদিন।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
চুনারুঘাট উপজেলার চান্দপুর, চণ্ডিছড়া, নালুয়া, আমু, লস্করপুর, চাকলাপুঞ্জি, রেমা, পারকুল, শ্রীবাড়ি, দেউন্দিসহ বিভিন্ন চা বাগান ঘুরে দেখা যায় এক নান্দনিক দৃশ্য। একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে দিচ্ছে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: