For Advertisement
750px X 80px Call : +8801911140321বিলে অজ্ঞাত নারীর লাশ
কারেন্ট নিউজ বিডি ৫ মার্চ ২০১৮, ১২:২২:৪৪

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের দুল্লি বিল থেকে পুলিশ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকার লোকজন দুল্লি বিলে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নারীকে অন্য কোথাও হত্যা করে লাশ বিলে ফেলে রেখে গেছে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
নান্দাইল মডেল থানার ওসি মো. ইউনুস আলী জানান, নিহত নারীর পরিচয় ও হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© কারেন্ট নিউজ বিডি 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: