এই রোদ এই বৃষ্টি প্রকৃতির লীলা বোঝা বড় দায়। বৃষ্টির পর কড়া রোদ গরম আরও বেশি বাড়িয়ে দেয়। এই গরমে আরাম পেতে অনেকেই চুল কেটে ছোট করে ফেলেন। আবার চুল পড়া রোধ করার জন্যও অনেকে চুল ছোট রাখেন। যাদের চুল ছোট তাদের চুলের স্টাইল নিয়ে আক্ষেপ থাকে। অনেকেই মনে করেন, সুন্দর সুন্দর হেয়ার স্টাইলগুলো শুধুমাত্র বড় লম্বা চুলের জন্য। এটি একদম ভুল ধারণা। লম্বা চুলের স্টাইল করা বেশ সময়সাপেক্ষ এবং ঝামেলাপূর্ণ।
ছোট চুলে করা যায় দারুন সব হেয়ার স্টাইল। খুব বেশি সময় লাগবে না এই হেয়ার স্টাইল করার জন্য। আপনি নিজেই করে নিতে পারবেন এই হেয়ার স্টাইলগুলো। ছোট কিংবা মাঝারি চুলে করে নিতে পারবেন এই স্টাইলগুলো। এরজন্য প্রয়োজন নেই হেয়ার আয়রনের, প্রয়োজন নেই হেয়ার স্প্রের। আজকে এমনি পাঁচটি হেয়ার স্টাইলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
চুলের এই স্টাইলগুলো যেকোন পোশাকের সাথে বেশ মানিয়ে যায়। এই স্টাইলগুলো আপনি কলেজ ভার্সিটিসহ অফিসেও করতে পারেন। এমনকি জন্মদিন অথবা ছোট কোন অনুষ্ঠানেও নিজের চুলকে সাজাতে পারেন এই স্টাইলগুলোতে।
ছোট ৩ মিনিটের একটি ভিডিও দেখে শিখে নিন এলিগেন্ট এই হেয়ার স্টাইলগুলো।
ছোট চুলের যত্নআত্তির কিছু টিপস:
১। ছোট চুলে কন্ডিশনার ব্যবহার করতে হয় না, এটা ভুল ধারণা। ছোট চুলেও শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন।
২। চুলে রং করাতে চাইলে সর্তকভাবে চুলের কালার পছন্দ করেন।
৩। চুলে সপ্তাহে কমপক্ষে একদিন তেল ব্যবহার করুন।
পাঠকের মতামত: