For Advertisement
750px X 80px Call : +8801911140321ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন মুহাম্মদ সামাদ

ঢাকা, ২৮ মে, কারেন্ট নিউজ বিডি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি বিশিষ্ট কবি মুহাম্মদ সামাদ।
রবিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি স্বাক্ষরিত নিয়োগের কপি শিক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে।
For Advertisement
750px X 80pxCall : +8801911140321
অধ্যাপক মুহাম্মদ সামাদ এর আগে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (২০১২- ২০১৬) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল। শূন্য হওয়ার আগে এই পদে ছিলেন অধ্যাপক মো. আখতারুজ্জামান। গত বছর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে দীর্ঘ আট মাস প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল।
For Advertisement
750px X 80px Call : +8801911140321কারেন্ট নিউজ বিডি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মতামত: